জনপ্রিয় মার্কিন পডকাস্ট উপস্থাপক জো রোগান যুক্তরাষ্ট্রের আজকের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন। গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া একটি পোস্টে এ ঘোষণা দেন তিনি।
জো রোগান গত মাসে তাঁর তিন ঘণ্টার একটি শোতে ডোনাল্ড ট্রাম্পকে অতিথি হিসেবে নিয়ে এসেছিলেন। সম্প্রতি তাঁর শোতে সাক্ষাৎকার দিয়েছেন ট্রাম্পের রানিংমেট জে ডি ভ্যান্স ও ইলন মাস্ক। মাস্ক এবারের নির্বাচনে ট্রাম্পকে জেতাতে মরিয়া চেষ্টা করছেন।
‘দ্য জো রোগান এক্সপেরিয়েন্স’ নামের পডকাস্টের উপস্থাপক গতকাল সন্ধ্যায় এক পোস্টে লেখেন, ‘আমার মনে হয়, ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এযাবৎকালের সবচেয়ে বিশ্বাসযোগ্য যুক্তিগুলো তুলে ধরেছেন। আমি তাঁর প্রতিটি কথার সঙ্গে একমত। জানিয়ে রাখছি, হ্যাঁ, আমি ট্রাম্পকে সমর্থন করছি।’
তবে রোগান এ বিষয়ে বিস্তারিত কিছু লেখেননি, মাস্ক এমন কী বলেছেন, যা তাঁকে ট্রাম্পকে ভোট দিতে আগ্রহী করে তুলেছে।