ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
সর্বশেষঃ
ঋতুপর্ণাকে শুভকামনা জানানো এই কোরীয় ইউটিউবার কে মার্কিন দূতাবাস নেবে ভিসা অ্যাসিস্ট্যান্ট, বেতন ৮৪ হাজার, ২ দিন ছুটি ট্রাম্পকে সমর্থন দিলেন জনপ্রিয় পডকাস্ট উপস্থাপক জো রোগান মাদক নিরাময় কেন্দ্র থেকে বেরিয়ে নতুন রূপে মঞ্চে নোবেল কারওয়ান বাজারে উচ্ছেদের পর আবার ফুটপাতে হকাররা, আবার অভিযান রাজধানীজুড়ে যানজট, অনেক রাস্তা বন্ধ ময়মনসিংহে দুর্ঘটনাকবলিত ফিলিং স্টেশন থেকে বের হচ্ছে গ্যাস, চলাচলে নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা শেষে পদ্মায় নেমেছেন জেলেরা, বেশি ধরা পড়ছে মা ইলিশ ও জাটকা পিলখানা হত্যাকাণ্ডে স্বাধীন তদন্ত কমিশন গঠন চেয়ে করা আবেদন নিষ্পত্তির নির্দেশ কুয়েত সফরে পররাষ্ট্র উপদেষ্টা
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নোবেলের মঞ্চে দাঁড়িয়ে গান পরিবেশনের বেশ কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে

মাদক নিরাময় কেন্দ্র থেকে বেরিয়ে নতুন রূপে মঞ্চে নোবেল

মাইনুল আহসান নোবেল - ফেসবুক থেকে

পশ্চিমবঙ্গের জনপ্রিয় গানের অনুষ্ঠান ‘সারেগামাপা’ থেকে জনপ্রিয়তা পেয়েছিলেন মাইনুল আহসান নোবেল। পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ তাঁর গানে মুগ্ধ সংগীতপ্রেমীরা। কিন্তু এত খ্যাতির সুখ সইল না নোবেলের। একসময় তাঁর সংগীতজীবনে ঘটে বড় অঘটন। গানে বিশাল ছন্দপতন। মাদকের প্রভাবে ধ্বংস হতে শুরু করে নোবেলের গানের ক্যারিয়ার। একসময় নেশার আসক্তিতে সবই হারাতে বসেছিলেন। সেই নোবেল সম্প্রতি মাদক নিরাময় কেন্দ্র থেকে ছাড়া পেয়েছেন। এরপরই আর দেরি করেননি শিল্পী। নতুনভাবে নিজেকে উপস্থাপন করলেন ভক্তদের মধ্যে। দেখা গেল মঞ্চে।

মাদক নিরাময় কেন্দ্র থেকে ছাড়া পাওয়ার পর গানে ফিরবেন বলে প্রতিশ্রুতিও দিয়েছিলেন। তিনি যে মিথ্যা বলেননি, বদলে গিয়েছেন, তার প্রমাণও দিয়েছেন মঞ্চে দাঁড়িয়ে। আবার সেই আগের চেনা ছন্দে ফিরেছেন। গান গেয়ে মাতালেন শো। নোবেলকে আগের রূপে পেয়ে খুশি ভক্ত-অনুরাগীরা। সামনেও একইভাবে আবারও মঞ্চে দেখা যাবে নোবেলকে, সেটিও আশা করছেন ভক্তরা।

মাইনুল আহসান নোবেল
মাইনুল আহসান নোবেল – ছবি : প্রথম আলো

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নোবেলের মঞ্চে দাঁড়িয়ে গান পরিবেশনের বেশ কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। ছবি-ভিডিও পোস্ট করে নোবেল লিখেছেন, ‘এই মঞ্চই আমার ঠিকানা।’ তাঁর পোস্ট করা ছবি ও ভিডিওর নিচে বইতে শুরু করে ভক্তদের মন্তব্যের জোয়ার। নোবেলের উদ্দেশে তাঁর এক ভক্ত লিখেছেন, ‘একটা জিনিস ভালো লাগছে যে বাংলাদেশের একটা শিল্পী মানুষের মনে জায়গা পেয়ে গেল এবং নিজের ভুলত্রুটি বুঝতে পেরেছ, ধন্যবাদ নোবেল ভাই তোমাকে।’ আরেকজন লেখেন, ‘ওয়েলকাম ব্যাক।’ আরেকজন লিখেছেন, ‘এভাবেই এগিয়ে চলুন।’

বিষয়ঃ
জনপ্রিয়

ঋতুপর্ণাকে শুভকামনা জানানো এই কোরীয় ইউটিউবার কে

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নোবেলের মঞ্চে দাঁড়িয়ে গান পরিবেশনের বেশ কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে

মাদক নিরাময় কেন্দ্র থেকে বেরিয়ে নতুন রূপে মঞ্চে নোবেল

প্রকাশঃ ০২:০৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

পশ্চিমবঙ্গের জনপ্রিয় গানের অনুষ্ঠান ‘সারেগামাপা’ থেকে জনপ্রিয়তা পেয়েছিলেন মাইনুল আহসান নোবেল। পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ তাঁর গানে মুগ্ধ সংগীতপ্রেমীরা। কিন্তু এত খ্যাতির সুখ সইল না নোবেলের। একসময় তাঁর সংগীতজীবনে ঘটে বড় অঘটন। গানে বিশাল ছন্দপতন। মাদকের প্রভাবে ধ্বংস হতে শুরু করে নোবেলের গানের ক্যারিয়ার। একসময় নেশার আসক্তিতে সবই হারাতে বসেছিলেন। সেই নোবেল সম্প্রতি মাদক নিরাময় কেন্দ্র থেকে ছাড়া পেয়েছেন। এরপরই আর দেরি করেননি শিল্পী। নতুনভাবে নিজেকে উপস্থাপন করলেন ভক্তদের মধ্যে। দেখা গেল মঞ্চে।

মাদক নিরাময় কেন্দ্র থেকে ছাড়া পাওয়ার পর গানে ফিরবেন বলে প্রতিশ্রুতিও দিয়েছিলেন। তিনি যে মিথ্যা বলেননি, বদলে গিয়েছেন, তার প্রমাণও দিয়েছেন মঞ্চে দাঁড়িয়ে। আবার সেই আগের চেনা ছন্দে ফিরেছেন। গান গেয়ে মাতালেন শো। নোবেলকে আগের রূপে পেয়ে খুশি ভক্ত-অনুরাগীরা। সামনেও একইভাবে আবারও মঞ্চে দেখা যাবে নোবেলকে, সেটিও আশা করছেন ভক্তরা।

মাইনুল আহসান নোবেল
মাইনুল আহসান নোবেল – ছবি : প্রথম আলো

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নোবেলের মঞ্চে দাঁড়িয়ে গান পরিবেশনের বেশ কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। ছবি-ভিডিও পোস্ট করে নোবেল লিখেছেন, ‘এই মঞ্চই আমার ঠিকানা।’ তাঁর পোস্ট করা ছবি ও ভিডিওর নিচে বইতে শুরু করে ভক্তদের মন্তব্যের জোয়ার। নোবেলের উদ্দেশে তাঁর এক ভক্ত লিখেছেন, ‘একটা জিনিস ভালো লাগছে যে বাংলাদেশের একটা শিল্পী মানুষের মনে জায়গা পেয়ে গেল এবং নিজের ভুলত্রুটি বুঝতে পেরেছ, ধন্যবাদ নোবেল ভাই তোমাকে।’ আরেকজন লেখেন, ‘ওয়েলকাম ব্যাক।’ আরেকজন লিখেছেন, ‘এভাবেই এগিয়ে চলুন।’